একবার মোশাররফ করিম আমেরিকার ...(জোকস্)

একবার মোশাররফ করিম আমেরিকার একটি সমুদ্রসৈকতে সূর্যস্নান করছেন। এক ভদ্রলোক তার পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করলেন- 
ভদ্রলোক: আর ইউ রিলাক্সিং? 
মোশাররফ: নো, আই অ্যাম মোশাররফ করিম। 
ভদ্রলোক এটা শোনার পর অবাক হয়ে চলে গেলেন।
কিছুক্ষণ পর এক ভদ্রমহিলা মোশাররফ করিমকে জিজ্ঞেস করলেন-
ভদ্রমহিলা: আর ইউ রিলাক্সিং?
মোশাররফ: নো, আই অ্যাম মোশাররফ করিম।
ভদ্রমহিলাও অবাক হয়ে চলে গেলেন।
এমন আরো দু’জন একই প্রশ্ন করাতে মোশাররফ করিম বিরক্ত হয়ে উঠে হাঁটতে শুরু করলেন। একটু সামনে গিয়ে দেখেন বারাক ওবামা ছাতার নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। মোশাররফ করিম কী যেন মনে করে তাকে জিজ্ঞেস করলেন-
মোশাররফ: আর ইউ রিলাক্সিং?
ওবামা: ইয়েস, আই অ্যাম। বাট হোয়াই?
এটা শোনার পর মোশাররফ করিম কষে এক থাপ্পড় মারলেন বারাক ওবামাকে। রাগে ফুসতে ফুসতে বললেন-
মোশাররফ: ওরে, ফইন্নির ঘরে ফইন্নি, ওইদিকে তরে সব মানুষ খুঁজতাছে আর তুই এইহানে ছাতার তলে বইয়া বাতাস খাইতাছোস?
(Collected)

Comments

Post a Comment

Popular posts from this blog

Freedom fighter(paragraph)

Eve-Teasing(paragraph)

Corruption(paragraph)