টিচারঃ কাল তোমাদের গ্রুপ ফটো...(জোকস্)

বাটপারের উপর বাটপারি (জোকস্)

টিচারঃ কাল তোমাদের গ্রুপ ফটো তোলা হবে, সবাই ৫০টাকা করে নিয়ে আসবে...।
পাপ্পুঃ (মনে মনে ) একটা ফটো তুলতে ২০ টাকা লাগে, আর এরা নিচ্ছে ৫০টাকা! মানে একজনের থেকে ৩০ টাকা, আমরা ৬০ জন মানে ১৮০০ টাকা....। তারপর ওই টাকায় স্যারেরা মিষ্টি, সিঙ্গাড়া, কোল্ডড্রিংকস খাবে। আর আমাদের বেলায়, কাঁচকলা। চল বল্টু, ঘরে যাই.... কাল মায়ের থেকে ৫০টাকা করে নিয়ে আসবো। সমাজে ভালো কিছু রইলনা রে ভাই। বাড়িতে গিয়ে.......
পাপ্পুঃ মা, কাল স্কুলে ফটো তোলা হবে স্যার ১০০টাকা নিয়ে যেতে বলেছে।
মাঃ ১০০টাকা...!! বলিস কি..? এরা তো দিনে ডাকাতি করছে। বাচ্চাগুলোর টাকা নিয়ে ফুর্তি করবে....। কি দিনকাল এলো.....দাঁড়া পাপ্পু, তোর বাবার কাছ থেকে চেয়ে দিচ্ছি। কইগো শুনছো পাপ্পুর স্কুলে ফটো তোলা হবে। স্যারেরা ২০০ টাকা চেয়েছে......।।একেই বলে চোরের উপর বাটপারি...

Comments

Popular posts from this blog

Freedom fighter(paragraph)

Eve-Teasing(paragraph)

Corruption(paragraph)