Posts

Showing posts from October, 2018

একবার মোশাররফ করিম আমেরিকার ...(জোকস্)

একবার মোশাররফ করিম আমেরিকার একটি সমুদ্রসৈকতে সূর্যস্নান করছেন। এক ভদ্রলোক তার পাশ দিয়ে যাওয়ার সময় জিজ্ঞেস করলেন-  ভদ্রলোক: আর ইউ রিলাক্সিং?  মোশাররফ: নো, আই অ্যাম মোশাররফ করিম।  ভদ্রলোক এটা শোনার পর অবাক হয়ে চলে গেলেন। কিছুক্ষণ পর এক ভদ্রমহিলা মোশাররফ করিমকে জিজ্ঞেস করলেন- ভদ্রমহিলা: আর ইউ রিলাক্সিং? মোশাররফ: নো, আই অ্যাম মোশাররফ করিম। ভদ্রমহিলাও অবাক হয়ে চলে গেলেন। এমন আরো দু’জন একই প্রশ্ন করাতে মোশাররফ করিম বিরক্ত হয়ে উঠে হাঁটতে শুরু করলেন। একটু সামনে গিয়ে দেখেন বারাক ওবামা ছাতার নিচে শুয়ে বিশ্রাম নিচ্ছেন। মোশাররফ করিম কী যেন মনে করে তাকে জিজ্ঞেস করলেন- মোশাররফ: আর ইউ রিলাক্সিং? ওবামা: ইয়েস, আই অ্যাম। বাট হোয়াই? এটা শোনার পর মোশাররফ করিম কষে এক থাপ্পড় মারলেন বারাক ওবামাকে। রাগে ফুসতে ফুসতে বললেন- মোশাররফ: ওরে, ফইন্নির ঘরে ফইন্নি, ওইদিকে তরে সব মানুষ খুঁজতাছে আর তুই এইহানে ছাতার তলে বইয়া বাতাস খাইতাছোস? (Collected)

টিচারঃ কাল তোমাদের গ্রুপ ফটো...(জোকস্)

বাটপারের উপর বাটপারি (জোকস্) টিচারঃ কাল তোমাদের গ্রুপ ফটো তোলা হবে, সবাই ৫০টাকা করে নিয়ে আসবে...। পাপ্পুঃ (মনে মনে ) একটা ফটো তুলতে ২০ টাকা লাগে, আর এরা নিচ্ছে ৫০টাকা! মানে একজনের থেকে ৩০ টাকা, আমরা ৬০ জন মানে ১৮০০ টাকা....। তারপর ওই টাকায় স্যারেরা মিষ্টি, সিঙ্গাড়া, কোল্ডড্রিংকস খাবে। আর আমাদের বেলায়, কাঁচকলা। চল বল্টু, ঘরে যাই.... কাল মায়ের থেকে ৫০টাকা করে নিয়ে আসবো। সমাজে ভালো কিছু রইলনা রে ভাই। বাড়িতে গিয়ে....... পাপ্পুঃ মা, কাল স্কুলে ফটো তোলা হবে স্যার ১০০টাকা নিয়ে যেতে বলেছে। মাঃ ১০০টাকা...!! বলিস কি..? এরা তো দিনে ডাকাতি করছে। বাচ্চাগুলোর টাকা নিয়ে ফুর্তি করবে....। কি দিনকাল এলো.....দাঁড়া পাপ্পু, তোর বাবার কাছ থেকে চেয়ে দিচ্ছি। কইগো শুনছো পাপ্পুর স্কুলে ফটো তোলা হবে। স্যারেরা ২০০ টাকা চেয়েছে......।। একেই বলে চোরের উপর বাটপারি...

রসায়ন থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নসমূহ (রসায়ন)

Image
** রসায়ন থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নসমূহ**** 🎓 প্রশ্ন : সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি ? উ: হাইড্রজেন 🎓 প্রশ্ন: সর্বাপেক্ষা ভারী ধাতু কোনটি ? লরেনসিয়াম 🎓 প্রশ্ন: সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি ? উ: লিথিয়াম 🎓 প্রশ্ন: সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি ? উ: রেডন 🎓 প্রশ্ন: পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ? উ: ইলেকট্রন 🎓 প্রশ্ন: সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি ? উ: প্ল্যাটিনাম 🎓 প্রশ্ন: 'উড স্পিরিট ' কী ? উ: মিথাইল এলকোহল 🎓 প্রশ্ন: তামার/কপারেরcu সাথে দস্তা বা জিঙ্ক znমেশালে কি উত্পন্ন হয় ? উ: পিতল 🎓 প্রশ্ন: তামার/কপার সাথে টিনsn মিশালে কী উত্পন্ন হয় ? উ: ব্রোঞ্জ 🎓 প্রশ্ন: সাধারণত বেটারিতে কোন ধরনের তরল বেবহৃত হয় ? উ: সালফিউরিক অ্যাসিড 🎓 প্রশ্ন: ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ? উঃ কার্বন 🎓 প্রশ্ন: ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ? উ: ০.১৫ - ১.৫ % 🎓 প্রশ্ন: একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ? উঃ ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড 🎓 প্রশ্ন: রাজ অম্ল কী কাজে বেবহৃত হয় ? উ: সোনা গলাতে 🎓 প্রশ্ন: ভিনেগার কাকে বলে ?

পাগলা গারদ থেকে পালানোর প্ল্যান...(জোকস্)

তিন পাগল, পাগলা গারদ থেকে পালানোর প্ল্যান করছে। ১ম পাগলঃ পালামু পশ্চিম দিক দিয়া। ঐদিকের দেয়াল যদি বেশী উচু হয় তাইলে একটা মই যোগাড় করতে হইবো। তারপরে মই দিয়া দেয়াল ডিঙ্গায়া পালামু। ২য় পাগলঃ আর দেয়াল যদি বেশী পুরু হয় তাইলে শাবল দিয়া গর্তকইরা পালামু। ৩য় পাগলঃ তাইলে মনে হয় আমরা আর পালাইতে পারুম না রে.... ১ম ও ২য় পাগলঃ কেন ? (!) ৩য় পাগলঃ "পশ্চিম দিকে তো কোন দেয়ালই নাই, সব খোলা।"

স্যার-ছাত্র (জোকস্)

স্যার : তুমি বড় হয়ে কী করবে? ছাত্র : বিয়ে। স্যার : আমি বোঝাতে চাইছি, বড় হয়ে তুমি কী হবে? ছাত্র : জামাই। স্যার : আরে আমি বলতে চাইছি, তুমি বড় হয়ে কী পেতে চাও? ছাত্র : বউ। স্যার : গাধা, তুমি বড় হয়ে মা- বাবার জন্য কী করবে? ছাত্র : বউ নিয়ে আসব। স্যার : গর্দভ, তোমার মা-বাবা তোমার কাছে কী চায়? ছাত্র : নাতি-নাতনি। স্যার : ইয়া খোদা!…তোমার জীবনের লক্ষ্য কী? ছাত্র : বিয়ে। স্যার অজ্ঞান…।

Wonder of modern science( composition)

Image
Wonder of modern science Wonder of modern science( composition) We live in an age of science. We can see the wonders of science around us. Science has made our life easy and comfortable. We can not think of our modern life without science. The first wonder of modern science is the discovery of electricity (বিদ্যুত). It has changed our life, society and culture(সংস্কৃতি).It is a great source(উতস) of power and energy. The radio, television, lights, fans eclectic irons, mills, factories, and refrigerators- all work through the power of electricity. Science has linked up the distant parts of the world. Telephone, telex, fax, wireless, telegram are great wonders. They have brought the world the closer to us. We can send news from one corner of the world to other within a moment. Science has discovered many wonders for our recreation. We have cinema, television, radio, tape recorder, CD, DVD and VCR etc for our recreation. Science has lessened human sufferings. It h

বাংলাদেশ বিষয়াবলিে(সাধারণ জ্ঞান)

বাংলাদেশ বিষয়াবলি ১/তিন বিঘা করিডর কোন জেলায় অবস্থিত? =লালমনিরহাট জেলার তিস্তা নদীর তীরে ২/নাথান কমিশন কত সালে গঠিত হয়? =১৯১২সালে ৩/ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলীম ছাত্রীর নাম কি? =ফজিলাতুন্নেছা জোহা ৪/ মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষক নিহত হয়? =১৯ জন ৫/স্বাধীনতার পর ১ম কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়? =১৯৯৯ সালে ৬/প্রাচীন বাংলার কোন এলাকা কর্নসূবর্ন নামে পরিচিত ছিলো? =মুর্শিদাবাদ ৭/ইবনে বতুতা ছিলেন- =মরক্কোর পরিব্রাজক ৮/কতবার সুলতান মাহমুদ ভারতবর্ষে আক্রমন করেন? =১৭ বার ৯/পানিপথ নামক স্থান টি বর্তমানে কোথায় অবস্থিত? =ভারতের হরিয়ানা নামক স্থানে ১০/ স্বর্নমন্দির কোথায় অবস্থিত? =অমৃতসর,পাঞ্জাব ১১/কোন মুঘল সম্রাট চট্টগ্রাম দখল করে এর নাম দেন ইসলামাবাদ? =শায়েস্তা খান ১২/পর্তুগিজরা কি নামে পরিচিত ছিলো? =ফিরিঙ্গি নামে ১৩/লর্ড কর্নওয়ালিস কর্তৃক সতীদাহ প্রথা চালু হয় কত সালে? =১৭৯৩ ১৪/চিরস্থায়ী বন্দবস্ত এর অপর নাম কি? =সূর্যাস্ত আইন ১৫/বাংলার ফকির সন্নাসীদের প্রধান নেতা কে ছিলেন? =ফকির মজনু শাহ ১৬/সিপাহী বিপ্লব সংঘটিত হয় কত সাল

গ্রামীফোন 1 জিবি ইন্টারনেট 21 টাকা (ইন্টারনেট অফার)

গ্রামীফোন 1 জিবি ইন্টারনেট 21 টাকা গ্রামীফোন 1 জিবি ইন্টারনেট 21 টাকা। গ্রামীনফোনের দারুন ইন্টারনেট অফার 2018। এই ইন্টারনেট প্যাকটি নিতে ডায়াল করুন *5020*3335#.  ইন্টারনেট অফারটি 3 জি, 4 জি সিমে ব্যবহার করা যাবে।  অফারের শর্তসমূহ:- ইন্টারনেট প্যাকটি একবার ব্যবহার করা যাবে। অফারটি Active করতে ডায়াল করুন *5020*3335#. ইন্টারনেট প্যাকটি একবার ব্যবহার করা যাবে। মেয়াদ 7 দিন। ব্যালেন্স চেক *121*1*4# Or GP 1gb Internet 21tk offer.   Grameenphone 1 GB Internet 21 Tk.  Grameenphone’s Great Internet Offer 2018.  Dial *5020*3335# Internet offers can be used in 3G, 4G SIM. Offer Terms: – The internet pack can be used once. To activate the offer dial * 5020 * 3335 #. Once you can get the offer.  And those who have used earlier can not take it anymore. Expiry 7 days.

Corruption(paragraph)

Image
                                          Corruption                                           Corruption(দুর্নীতি) Corruption means doing anti-moral(নৈতিকতা বিরোধি) activities out of the abuse of power and distortion( ক্ষমতা এর অপব্যবহার).  It is generally resorted to possess much and wealth overnight by dishonest means. It is one of the major problems of our country. Bribery, smuggling, misuse of power, nepotism, deprivation of legal rights and delay in work etc. are the main forms of corruption. It is praised at every government and not-government offices. The common people are the worst victims of corruption. Human nature is very mysterious ( রহস্যময়).   A group people among us always hanker after earthly happiness and re-engaged earning money of wealth by hook or by crook. They care little for the restraints of moral sanctity. They seem to follow the foot-prints of the rogue. ‘a rogue is deaf to all good.’ They forget the difference between what is right and what is

Eve-Teasing(paragraph)

Image
Eve-Teasing(paragraph)                              Eve-Teasing   At present Eve-Teasing has become one of the most talked topics across the country. The very term ―Eve Teasing‖ consists (গঠিত )of two words  Eve and Teasing in which Eve represents ( প্রতিনিধিত্ব)  girls or women folk (নারী লোক বোঝাতে)and Teasing represents disturbance. So Eve-Teasing‘ means to disturb the girls or women intentionally (ইচ্ছাকৃতভাবে)through vulgar words( অশ্লীল শব্দ মাধ্যমে),  impolite comments ( বিব্রত মন্তব্য), teasing stares, sly whistles, unethical love offers ( অনৈতিক প্রেম প্রস্তাব)  ,unpolished gestures( অসম্পূর্ণ অঙ্গভঙ্গি  ),sexual offers and so on. Even the disturbance to girls through mobile phone or internet is also regarded as eve-teasing. The young girls are the worst sufferers of eve-teasing. There are several reasons behind eve-teasing and they are: negative attitude towards girls, moral degradation, impact of satellite television, gender discrimination, lack of proper  educ

Freedom fighter(paragraph)

Image
                            Freedom fighter (মুক্তি যোদ্ধা) A freedom fighter is honored (সম্মানিত) In all lands and in all times. Because he fights for a noble cause which is the freedom of the motherland.   Freedom is the birthright of man, but sometimes this right is denied to a nation by foreign rulers. As a result, armed conflict takes places between and if freedom-loving people and the occupation forces. Sometimes the war continues for years and if the people are united and determined then the freedom fighters win and the country achieves independence. The people of Bangladesh fought a glorious war of independence (স্বাধীনতা)against the Pakistani occupation forces (পাকিস্তান সেনাবাহিনী) in 1971. In this Great War the Bangali members of the armed forces the students and the people from all walks of life took part. They fought for long nine months and defeated (প্রতিিরোধ)the well-trained Pakistani forces. Bangladesh becam a free country. The people who fought agai

ম্যাডাম vs বল্টু (জোকস্)

ম্যাডাম : একদিন class এ tense পরাচ্ছে,  ম্যাডাম: আজকে আমি তোমাদের ৩ প্রকার tense এর উদাহরন দিবো, যেমন মনে করো,, আমি সুন্দরি ছিলাম সুন্দরি আছি,এবং সুন্দরি থাকবো! এখন তোমরা কেউ ৩ প্রকার tense এর উদাহরন দিতে পারবে,, বল্টু : বললো ম্যাডাম আমি পারবো, ম্যাডাম :গুড ফাইন বলো? বল্টু :ম্যাডাম আপনার ধারনা ভুল ছিলো, ভুল আছে এবং ভুল থাকবে,,,??? ,, ,, Đ

স্কুলপড়ুয়া দুই বন্ধুর পরীক্ষা... (জোকস্ )

স্কুলপড়ুয়া দুই বন্ধুর পরীক্ষার শেষে স্কুল মাঠে দেখা-  ১ম বন্ধু : কিরে, তোর পরীক্ষা কেমন হলো?  ২য় বন্ধু : পরীক্ষা ভাল হয়নি রে ! তবে ৫ নম্বর নিশ্চিত পাবো ।  ১ম বন্ধু : কীভাবে?  ২য় বন্ধু : পরিস্কার-পরিচ্ছ ন্নতার জন্য ছিল ৫ নম্বর! তাই আমি পরীক্ষার খাতায় কলমের একটা আচড়ও দেইনি! তাই ৫ নম্বর নিশ্চিত পাবো।  ১ম বন্ধু : হায়! সর্বনাশ হয়েছে- আমিও তো তোর মতো পরীক্ষার খাতায় কলমের একটা আচড়ও দেইনি! আমাদের দুই জনের খাতা একই রকম দেখলে শিক্ষিকা মনে করবে না যে আমরা দুজনে নকল করেছি!

সালফিউরিক অ্যাসিডের পরিচয়-ব্যবহার-বিক্সিয়া(রসায়ন)

সালফিউরিক অ্যাসিডের ধর্ম :- (ক) ভৌত ধর্ম:- [i] বিশুদ্ধ সালফিউরিক অ্যাসিড বর্ণহীন, গন্ধহীন, তেলের মতো ভারী তরল পদার্থ  ।  সেজন্য একে অয়েল অফ ভিট্রিয়লবলে । [ii] সালফিউরিক অ্যাসিডের স্বাদ অম্ল ও আপেক্ষিক গুরুত্ব 1.84 ; [iii] সালফিউরিক অ্যাসিডের স্ফুটনাঙ্ক 338°C ও হিমাঙ্ক 10.4°C  । [iv] জলের সঙ্গে যেকোনো অনুপাতে মেশে । • জলীয় দ্রবণ প্রস্তুতের সময় গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে কখনো জল ঢালা উচিত নয়, কারণ—  জল, গাঢ় সালফিউরিক অ্যাসিডের সংস্পর্শে এলে প্রচুর তাপ উৎপন্ন হয় । এজন্য গাঢ় সালফিউরিক অ্যাসিডের মধ্যে জল ঢাললে প্রচন্ড তাপে জল হঠাৎ বাষ্পে পরিণত হয়, ফলে বিস্ফোরকের মতো পাত্র থেকে উৎক্ষিপ্ত হয় । এজন্য সালফিউরিক অ্যাসিডের জলীয় দ্রবণ তৈরি করতে হলে কখনো অ্যাসিডের মধ্যে জল ঢালা উচিৎ নয় । জলের মধ্যে ধীরে ধীরে অল্প অল্প করে সালফিউরিক অ্যাসিড যোগ করে নাড়তে হয় । (খ)  রাসায়নিক ধর্ম:- [i] জলের প্রতি আসক্তি:- জলের প্রতি গাঢ় সালফিউরিক অ্যাসিডের তীব্র আসক্তি আছে, তাই গাঢ় H2SO4 একটি তীব্র নিরুদক । চিনি, কাগজ, স্টার্চ জাতীয় পদার্থের জলীয় উপাদান শোষণ করে পদার্থগুলিকে কালো কার্বনে পরিণত করে

ডাক্তার এবং এক মহিলাে(জোকস্)

এক ভদ্রমহিলা গেছেন ডাক্তারের কাছে— ভদ্রমহিলা: ডাক্তার সাহেব, আমার দুটো কান পুড়ে গেছে। ডাক্তার: হুম্, দেখতে পাচ্ছি। কিন্তু কীভাবে পুড়ল? ভদ্রমহিলা: আমি আমার স্বামীর শার্ট ইস্ত্রি করছিলাম। হঠা ৎ ফোন এল। আমি ফোন না তুলে ভুল করে ইস্ত্রিটা তুলে কানে লাগিয়ে ফেলেছিলাম। ডাক্তার: বুঝলাম, কিন্তু অন্য কানটা পুড়ল কীভাবে? ভদ্রমহিলা: লোকটা যে আবারও ফোন করেছিল..

A Street Beggar (paragraph)

Image
                        A Street Beggar A street Beggar A beggar who begs to stand by a street(রাস্তা) is called a street beggar. He is usually found in the busy towns and cities. How often wears torn, dirty and patched clothes. A street beggar may be lame, blind or dumb. He usually carries a vessel in his hands. He tries to draw the attention of the passers-by uttering painful words. He usually recites from the holy Qur’an and tries to stir the religious sentiments of the passer-by. Many passers-by feel pity and sympathy for him and give him coins. He receives the coins with a grateful heart and wishes a peaceful life for him. The income of a street beggar is not enough for him to keep body and soul together. A street beggar is a social parasite. He gives nothing to the society but brings a slur on the nation. The removal of the beggary from the society is the crying need of the day. Or A man who earns money and leads his life by begging(ভিক্ষা করে) is called Street

International Mother Language Day (paragraph)

Image
International Mother Language Day         International Mother Language Day International mother language day, popularly known as ‘Shaheed Dibas’ is a red letter day in our history. In 1952, on this day a number of our brave sons laid down their lives for the cause of Bangla language. The UNESCO declared 21st February as the day international Mother Language Day showing respect to the martyrs of our language movement. This declaration has turned a national celebration to an International event. Now the whole world observes the 21st February as International Mother Language Day. Every year on this day, people from all walks of life come to the martyrs monument and offer their clothes. Hundreds of people bare-footed and gather in front of The Shaheed Minar with flowers and garlands. The government, different organizations and institutions arrange programmes to celebrate the day. Newspapers publish special supplements on this day. It is our national holiday. School, college, unive

May day (paragraph)

Image
                                              May day                                                  May Day The first day of May is observed(উদযাপিত) as May Day all over the world. This day is observed to commemorate the historic struggle (সংগ্রাম) of working people. Today all the workers enjoy minimum wage, safety in workplace and eight-hour workday. These are the outcome to the struggle of these workers. The day has an eventful historical background. The workers of Chicago protested against injustice and exploitation in 1886. Then the workers had to work 14 hours or more in a day. Even they had no any job security too. On May 3, in 1886, they brought out a rally to realize their demands and police fired into the rally. As a result, at least one worker was killed and five or six others were wounded seriously. Every year this day is observed in Bangladesh with profound respect and dignity. The workers of different workplaces bring out rally on this day. They bear placard

A Tea Stall (paragraph)

Image
                                             A Tea Stall                                       A tea stall A tea stall is a common thing now-a-days.It is found at every nook and corner of the town or the village.There is a stove where a kettle (চায়ের কেটলি)is boiling ( ফুটানো) There is also a pan of milk to prepare tea.Usually a tea stall is not well furnished.It has a few chairs,benches and tables.Biscuits,cake­s,sweetmates(মিষ্ঠান্ন) and different kinds of hand-made snacks are available there.Betel leaves and cigarettes are sold in some tea stalls.Newspapers,ra­dio-sets,television,­two-in one etc. are kept in a tea stall to attract the customers.It opens early in the morning and closes late at night.Some boys serve tea to the customers.The manager sits at the entrance (প্রবেশ)of the stall.He takes money from the customers.So to speak,a tea stall is a busy place.People gather at a stall to take a cup of tea.Customers enjoy the music or read the main news items or someth

A street hawker (paragraph)

Image
A  street hawker  : image collected from internet                                                A street hawker A street hawker is a man who moves from one place to another place and sell his goods(দ্রব্যসামগ্রী). He is seen mostly in the morning sometimes, he sells newspapers. Sometimes, he sells various/different items like toys, clothes, fruits, vegetables and so on. He shouts(চিত্কার করা) the names of the items he sells want sell. Children are fond of him because sometimes he wears a strange dress, sings songs or plays on a flute. He walks along roads and streets from dawn to dusk. He is a man of dignity because he earns his bread by means of his honest toil. The service that a street hawker does to our society is simply great. He presents the goods that we need daily before our house He sells his goods at cheaper rates. But sometimes he cheats simple customers. So we should be careful of the street hawkers who are cheats. He lives from hand to mouth and leads a simp