বাংলাদেশ বিষয়াবলিে(সাধারণ জ্ঞান)

বাংলাদেশ বিষয়াবলি
১/তিন বিঘা করিডর কোন জেলায় অবস্থিত?
=লালমনিরহাট জেলার তিস্তা নদীর তীরে
২/নাথান কমিশন কত সালে গঠিত হয়?
=১৯১২সালে
৩/ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলীম ছাত্রীর নাম কি?
=ফজিলাতুন্নেছা জোহা
৪/মুক্তিযুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কতজন শিক্ষক নিহত হয়?
=১৯ জন
৫/স্বাধীনতার পর ১ম কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠিত হয়?
=১৯৯৯ সালে
৬/প্রাচীন বাংলার কোন এলাকা কর্নসূবর্ন নামে পরিচিত ছিলো?
=মুর্শিদাবাদ
৭/ইবনে বতুতা ছিলেন-
=মরক্কোর পরিব্রাজক
৮/কতবার সুলতান মাহমুদ ভারতবর্ষে আক্রমন করেন?
=১৭ বার
৯/পানিপথ নামক স্থান টি বর্তমানে কোথায় অবস্থিত?
=ভারতের হরিয়ানা নামক স্থানে
১০/স্বর্নমন্দির কোথায় অবস্থিত?
=অমৃতসর,পাঞ্জাব
১১/কোন মুঘল সম্রাট চট্টগ্রাম দখল করে এর নাম দেন
ইসলামাবাদ?
=শায়েস্তা খান
১২/পর্তুগিজরা কি নামে পরিচিত ছিলো?
=ফিরিঙ্গি নামে
১৩/লর্ড কর্নওয়ালিস কর্তৃক সতীদাহ প্রথা চালু হয় কত সালে?
=১৭৯৩
১৪/চিরস্থায়ী বন্দবস্ত এর অপর নাম কি?
=সূর্যাস্ত আইন
১৫/বাংলার ফকির সন্নাসীদের প্রধান নেতা কে ছিলেন?
=ফকির মজনু শাহ
১৬/সিপাহী বিপ্লব সংঘটিত হয় কত সালে?
=১৮৫৭
১৯/'আমার সোনার বাংলা ' রচিত হয় কোন প্রেক্ষিতে?
=বঙ্গভঙ্গের প্রেক্ষিতে
২০/অবিভক্ত বাংলার প্রথম মুখ্যমন্ত্রী কে ছিলেন?
=এ কে ফজলুল হক
২১/ভাষা শহীদ আবুল বরকতের ডাক নাম কি ছিলো?
=আবাই
২২/শেখ মুজিবুর রহমান কে 'জাতির জনক' উপাধি দেন কে?
=আ স ম আব্দুর রব
২৩/একমাত্র বিদেশী বীর প্রতীক কে?
=ডাব্লিউ এইচ ওডারল্যান্ড
২৪/বাংলাদেশের জাতীয় দিবস কবে?
=২৬শে মার্চ
২৫/'সূর্য দীঘল বাড়ি' চলচ্চিত্রের পরিচালক কে?
=শেখ নিয়ামত আলী
২৬/বর্তমানে বাংলাদেশের সাক্ষরতার হার কত?
=৭২.৯℅

Comments

Popular posts from this blog

Freedom fighter(paragraph)

Eve-Teasing(paragraph)

Corruption(paragraph)